Stock Market Journal

ব্লক মার্কেটে ২২ কোম্পানির লেনদেন ১১৮ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২২ কোম্পানির মোট ৯৮ লাখ ৩৫ হাজার ৫১ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১১৮ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ১১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ডেলটা ব্র্যাক হাউজিং কোম্পানিটির মোট ৮০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স, আমান ফিড লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, কোহিনূর কেমিক্যালস লিমিটেড, নাহি এ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল, নিটল ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, নুরানি ডাইং এ্যান্ড সোয়েটার, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি এবং এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা