এসএমজে ডেস্ক:
সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২২ কোম্পানির মোট ১ কোটি ৭ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ২৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। কোম্পানির মোট ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের মোট ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | মোট ২৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার | বসুন্ধরা পেপার মিলস | ৫ লাখ |
এবি ব্যাংক | ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার | কনফিডেন্স সিমেন্ট | ৫ লাখ ২৪ হাজার |
এমএল ডাইং | ৫৭ লাখ ৫০ হাজার | ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস | ৭ লাখ ১৯ হাজার |
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস | ৫৪ লাখ ৯০ হাজার | আইএফআইসি ব্যাংক | ৬ লাখ ৯০ হাজার |
শাহজিবাজার পাওয়ার কোম্পানি | ৫৩ লাখ ১৪ হাজার | যমুনা অয়েল | ৬ লাখ ৯১ হাজার |
বার্জার পেইন্টস বাংলাদেশ | ২৫ লাখ ৪০ হাজার | জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস | ৫ লাখ ১৬ হাজার |
বাংলাদেশ শিপিং কর্পোরেশন | ১৯ লাখ ১০ হাজার | খুলনা পাওয়ার | ৫ লাখ ৩৩ হাজার |
প্রিমিয়ার ব্যাংক | ১৫ লাখ ৫৪ হাজার | মেট্রো স্পিনিং | ৫ লাখ ৪৪ হাজার |
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি | ১২ লাখ ৯৪ হাজার | মেঘনা পেট্রোলিয়াম | ৭ লাখ ১১ হাজার |
আমান ফীড | ৮ লাখ ৬৪ হাজার | রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ | ৬ লাখ ২১ হাজার |
বারাকা পাওয়ার | ৫ লাখ ৪০ হাজার | সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ | ৫ লাখ ১ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি