এসএমজে ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্প্রতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি প্রতিষ্ঠানের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ প্রতিষ্ঠানের ৩৩ লাখ ৮৭ হাজার ৮৩৬টি শেয়ার ১৭ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১ কোটি ১২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার সামিট পাওয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের।
এছাড়া ব্যাংক এশিয়া ২ কোটি১৪ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৪ লাখ টাকার, নাভানা সিএনজি ৩৮ লাখ ১৮ হাজার টাকার, প্রাইম ব্যাংক ২৮ লাখ ৫ হাজার টাকার, এফবিআই ফান্ড ১২ লাখ ১ হাজার টাকার এবং বঙ্গজ লিমিটেডের ৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে জানা গেছে।
এসএমজে/২৪/মি