এসএমজে ডেস্ক:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৮৪ কোটি ৭১ লাখ ১৭ হাজার টাকা।
কোম্পানিগুলোর ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৯৮৮টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৪ কোটি ৭১ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোট ৫ কোটি ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অগ্রণী ইন্স্যুরেন্সে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে, বিবিএস কেবলস, বিডি ফাইন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, এমএল ডাইংয়, ওরিয়ন ফার্মা, ফনিক্স ইন্স্যুরেন্স, ইওনিয়ার ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিং শাইন, রবি আজিয়াটা, সী পার্ল, ইউনাইটেড পাওয়ার ও উত্তরা ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/সা