Stock Market Journal

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বৃহস্পতিবার মোট ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ১২ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫৪ লাখ টাকা।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানিটি ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার কোম্পানিটি ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এসিআই, অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপোলো ইস্পাত, এপিএসসিএল বন্ড, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্রাক ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ফাইন ফুডস, ফরচুন সুজ, গ্রামীণফোন, জিকিউ বলপেন, আইসিবি, এমএল ডাইং, এমটিবি, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার, সী পার্ল বীচ, এসইএমএল আইবিবেএল শরীয়াহ ফান্ড, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউসিবি। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা