এসএমজে ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৩৩ লাখ ২১ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির মোট ৩ কোটি ২৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানির মোট ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানির মোট ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের কোম্পানিগুলো ছকের মাধ্যেমে দেওয়া হল-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
এসকে ট্রিমস | ৩ কোটি ২৬ লাখ ৫৩ হাজার | গ্রামীণ ওয়ান: স্কীম টু | ৫ লাখ ৮৫ হাজার |
ব্র্যাক ব্যাংক | ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার | খুলনা পাওয়ার কোম্পানি | ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার |
প্যারামাউন্ট টেক্সটাইল | ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার | পিপলস ইন্স্যুরেন্স | ১৪ লাখ ৮৮ হাজার |
বারাকা পাওয়ার | ১১ লাখ ১০ হাজার | ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৭ লাখ ৬ হাজার |
ব্রিটিশ আমেরিকান টোবাকো | ৫ লাখ ১০ হাজার | প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স | ১ লাখ ১৭ হাজার |
বিডিকম অনলাইন | ৫ লাখ ৩০ হাজার | প্রভাতী ইন্স্যুরেন্স | ৭ লাখ ৪৫ হাজার |
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড | ২৫ লাখ ৬০ হাজার | সী পার্ল বীচ রিসোর্ট | ৫ লাখ ৮৯ হাজার |
ডেলটা ব্র্যাক হাউজিং | ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার | স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ৩৬ লাখ ১৭ হাজার |
ফরচুন সুজ | ৫ লাখ ২৮ হাজার | এস.এস. স্টিল | ১১ লাখ ৩৯ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি