এসএমজে ডেস্ক :
সপ্তাহের প্রথম কার্যদিবস রোবাবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বীকণ ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক । কোম্পানির মোট ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৩ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
ব্লক মার্কেটে লেনদেন করা কোম্পানির তথ্য নিচে ছকের মাধ্যমে তুলে ধরা হলো-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
বীকণ ফার্মাসিউটিক্যালস | ৫ কোটি ৯১ হাজার | এসকে ট্রিমস | ৩৮ লাখ ৪৪ হাজার |
যমুনা ব্যাংক | ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার | এমএল ডাইং | ২২ লাখ ৩৯ হাজার |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ৩ কোটি ৬২ লাখ ৮২ হাজার | রুপালী ইন্স্যুরেন্স | ২১ লাখ ৯০ হাজার |
ব্যাংক এশিয়া | ৫৭ লাখ ৭ হাজার | এডিএন টেলিকম | ৮ লাখ ২৮ হাজার |
ফাইন ফুডস | ৪৮ লাখ ৫০ হাজার | ডাচ্ বাংলা ব্যাংক | ৭ লাখ ৮৮ হাজার |
ওয়াইমেক্স | ৪২ লাখ ২৫ হাজার | ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং | ৫ লাখ ৬৩ হাজার |
ইন্দো- বাংলা ফার্মাসিউটিক্যালস | ৪০ লাখ ৫৩ হাজার | ওরিয়ন ইনফিউসন | ৫ লাখ ১ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি