এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির মোট ৩১ লাখ ৮৩ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।
ব্লক মার্কেটের লেনদেনে প্রথম স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের মোট ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেনের বিবরণ-
| 
 কোম্পানির নাম  | 
 লেনদেনের পরিমাণ  | 
 কোম্পানির নাম  | 
 লেনদেনের পরিমাণ  | 
| বিকন ফার্মাসিটিক্যালস | 
 ৫ কোটি ৭০ লাখ ৮৯ হাজার  | 
এসকে ট্রিমস | 
 ১২ লাখ ৯৪ হাজার  | 
| ব্যাংক এশিয়া | 
 ২ কোটি ৮ লাখ ৬০ হাজার  | 
নাহি অ্যালুমিনিয়াম | 
 ১০ লাখ ৬ হাজার  | 
| ভিএফএস থ্রেড ডাইং | 
 ৭৭ লাখ ৮০ হাজার  | 
আমান ফিড | 
 ৯ লাখ ৮৭ হাজার  | 
| জেনারেশন নেক্সট | 
 ৫৯ লাখ  | 
সিলভা ফার্মা | 
 ৫ লাখ ৭৩ হাজার  | 
| সিটি জেনারেল ইন্স্যুরেন্স | 
 ৪৮ লাখ ৯০ হাজার  | 
ইউনাইটেড ফিন্যান্স | 
 ৫ লাখ ৫৩ হাজার  | 
| মিরাকল ইন্ডাস্ট্রিজ | 
 ১৫ লাখ ৪১ হাজার  | 
ডিবিএইচ | 
 ৫ লাখ ৩৭ হাজার  | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/বা