Stock Market Journal

ব্লক মার্কেটে ১২ কোম্পানির লেনদেন ১২ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২ কোম্পানির লেনদেন হয়েছে ১২ কোটি ৪৪ লাখ ১২ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যংক ।কোম্পানির মোট ২ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে রেনাটা। কোম্পানিটির মোট ১ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭৪ লাখ ৪৮ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭৩ লাখ ৬০ হাজার, বিএসআরএম লিমিটেডের ৬৭ লাখ ৭৩ হাজার, এসকে ট্রিমসের ৫৫ লাখ ১৩ হাজার, ফনিক্স ফাইন্যান্সের ২৫ লাখ ৮২ হাজার, নাভানা সিএনজির ১৪ লাখ ৫৯ হাজার, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ লাখ ৫৫ হাজার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি