Stock Market Journal

ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন ৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

জানুয়ারি মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্টান্ডার্ড সিরামিকের শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৯৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল। কোম্পানির মোট ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্সে। কোম্পানিটির মোট ৬৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ভিএফএস থ্রেডের ২৪ লাখ ৭৩ হাজার, এসকে ট্রিমস ১৭ লাখ ৩১ হাজার, সুরিদ ইন্ডাস্ট্রিজের ১৩ লাখ ৬৫ হাজা্র, রিপাবলিক ১০ লাখ ৫৪ হাজার, এমএল ডাইংয়ের ১০ লাখ ৪১ হাজার, এসইএমএল ল্যাকচার ইকুইটি ফান্ডের ৬ লাখ ৩৮ হাজার এবং ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি