এসএমজে ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে ৩৫ কোম্পানির লেনদেন হয়েছে মোট ৮৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা।
এই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয় বীকণ ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির মোট ৩৭ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কোম্পানিটির মোট ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এ কোম্পানির মোট ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানি-
কোম্পানির নাম | লেনদেনের পরিমান | কোম্পানির নাম | লেনদেনের পরিমান |
বীকণ ফার্মাসিউটিক্যালস | ৩৭ কোটি ২৬ লাখ ৯০ হাজার | মেরিকো | ১ কোটি ৭৩ লাখ |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ৯ কোটি | মিরাকেল ইন্ডাস্ট্রিজ | ১৫ লাখ ৪০ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৮ কোটি ২ লাখ | এমএল ডাইং | ৮৯ লাখ |
আমান ফীড | ২০ লাখ ৮ হাজার | নাহি এ্যালোমিনিয়াম | ১৫ লাখ ১০ হাজার |
ব্যাংক এশিয়া | ২ কোটি ৯ লাখ | ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স | ৩ কোটি ৮৬ লাখ |
বিএসআরএম লিমিটেড | ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার | নাভানা সিএনজি | ৫ লাখ ৮০ হাজার |
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস | ২ কোটি ৭৫ লাখ | নর্দার্ন জুট | ১৩ লাখ |
সিটি জেনারেল ইন্স্যুরেন্স | ৪৮ লাখ ৯০ হাজার | ন্যাশনাল পলিমার | ৫ লাখ ১০ হাজার |
কনফিডেন্ট সিমেন্ট | ২ কোটি ৩২ লাখ | ওরিয়ন ইনফিউসন | ২৮ লাখ |
ডেল্টা ব্র্যাক হাউজিং | ৫ লাখ ৪০ হাজার | কুইন সাউথ | ৬ লাখ ৪০ হাজার |
ফার্স্ট ফাইন্যান্স | ২৮ লাখ | রেনেটা | ৭৫ লাখ |
জেনেক্স ইনফোসিস | ৫৯ লাখ | সী পার্ল | ১৮ লাখ ১০ হাজার |
জেনারেশন নেক্সট | ১৪ লাখ | সিলভা ফার্মাসিউটিক্যালস | ৬ লাখ |
আইডিএলসি ফাইন্যান্স | ৯৪ লাখ ২০ হাজার | এসকে ট্রিমস | ৫৩ লাখ ৫০ হাজার |
আইএফআইসি ব্যাংক | ৭ কোটি ৮৪ লাখ | স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স | ৩১ লাখ |
ইন্ট্রাকো | ১২ লাখ ৫০ হাজার | ইউনাইটেড ফাইন্যান্স | ৬ লাখ |
লাফার্জ হোলসিম | ৩ কোটি ৩০ লাখ | ভিএফএস থ্রেড | ৭৭ লাখ ৮০ হাজার |
মালেক স্পিনিং | ৭ লাখ ৩০ হাজার |
এসএমজে/২৪/মি