Stock Market Journal

ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের জন্য কী করেছে?

সুসময় কি দুঃসময় সবকালেই বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন। তাদের এই চাওয়ার মধ্যে কোনো খাদ নেই, অনিয়ম নেই। বরং দেখা গেছে তারা যখন বিপদে পড়েন একাই পড়েন, তাদের পাশে কেউ দাঁড়ায় না। বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের জন্য কী করেছে- এমন প্রশ্ন করাই যায়। কারণ প্রতিবছর ব্রোকারেজ হাউজগুলো বিও অ্যাকাউন্ট ও নবায়ন বাবদ বিনিয়োগকারীদের কাছ থেকে কমপক্ষে দেড়শ কোটি টাকা নেয়। নবায়ন ফি নেওয়ার এই নিয়ম বিশ্বের কোন্ দেশে আছে? এছাড়া নবায়নই বা লাগবে কেনো? তারাতো কমিশনই নেবে।

এখন কথা হচ্ছে, এতো টাকা নেওয়ার পরও ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের জন্য কী করেছে? বিনিয়োগকারীদের সচেতনতা বা দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে তাদের ভূমিকা কতটুকু? তারা কি একটা লিফলেটও ছেপেছে? উল্টো গত প্রায় ১১ বছর ধরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত থাকলেও হাউজগুলো দফায় দফা ফি বাড়িয়েছে। এতে বিনিয়োগকারীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রোকারেজ হাউজগুলো তো পণ্য বিক্রি করে না, সেবা বিক্রি করে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে বছর বছর শত-শত কোটি টাকা নিয়ে তারা কী ধরনের সেবা দিয়েছে? এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হাউজগুলো দায়িত্ব-কর্তব্য পালনের ক্ষেত্রে উদাসীন বলেই ধরে নেওয়া যায়। তাই আমরা আশা করবো এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা বিষয়টি ভেবে পদক্ষেপ নেবেন।