Stock Market Journal

ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের প্রভিশনিং সুবিধার মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির কারণে ডিবিএ ও বিএমবি এর আবেদনের প্রেক্ষিতে স্টক ডিলার ও স্টক ব্রোকারের মার্জিন হিসাব এবং মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার মেয়াদ আরও ১ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল ১৬ জুলাই, বৃহস্পতিবার বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, প্রভিশনিং সুবিধার মেয়াদ ১ বছর বৃদ্ধি করে ২০২৩ সাল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ চাইলে ২০২০ সালে আনরিয়েলাইজড লসের বিপরীতেও প্রভিশন না রাখার সুযোগ গ্রহণ করতে পারবে। তবে এর পরে প্রভিশন সংরক্ষনের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে আইএফআরএস অনুরসণ করতে হবে।
এসএমজে/২৪/রা