Stock Market Journal

ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারমুখী হওয়া প্রয়োজন

অর্থের প্রয়োজনে সরকারসহ সবাই ব্যাংকনির্ভর। এই নির্ভরতা কামানো উচিত। এটি দীর্ঘ মেয়াদে অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুঁজিবাজারের উন্নয়ন হলে সরকারও এখান থেকে অর্থ সংগ্রহ করতে পারে। সরকারি, বহুজাতিক বড় কোম্পানিকে শেয়ারবাজারমুখী করতে উৎসাহমূলক কর ছাড় দেওয়ার বিষয়ে এনবিআর বিবেচনা করতে পারে। 

পুঁজিবাজার উন্নত করতে হলে কার্যকর আইনি কাঠামো প্রয়োজন। যার ওপর ভিত্তি করে বাজার ব্যবস্থাপনা আবর্তিত হবে। এখানে অনেক আইন করা হয়, প্রয়োগ হয় কম। এ কারণে শুধু আইন দিয়ে কিছু হবে না। আইনের প্রয়োগ দরকার। আইনকে তার নিজের গতিতে চলতে দিতে হবে।

অর্থনীতিকে ঠিক করতে হলে শেয়ারবাজারকে ঠিক করতেই হবে। শেয়ারবাজারে ভালো কোম্পানিকে আগ্রহী করতে করছাড় প্রয়োজন।

আবার চাহিদা থাকলে জোগান আসবেই। বিদ্যমান ব্যবস্থা ভালো কোম্পানির চাহিদা পূরণ করতে পারছে না। বর্তমান শেয়ারবাজারে ভালো বিনিয়োগকারীও ২০ শতাংশ লোকসানে, কারও লোকসান ৮০ শতাংশ পর্যন্ত। আর্থিক প্রতিবেদনে ৬০ শতাংশের বিশ্বাস নেই। পুঁজিবাদী অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান না থাকলে সেটি চলবে কী করে। এসব বিষয় যদি সঠিকভাবে দেখা যায়, তা হলে ব্যাংকনির্ভরতা কমবে। যেভাবেই হোক এটি বাস্তবায়ন করতে হবে। না হলে পুঁজিবাজার অস্থিরতা থেকে বের হতে পারবে না।