Stock Market Journal

ব্যাংকের তহবিল গঠন: আরও আগে কেনো হলো না?

পুঁজিবাজার স্বাভাবিক করতে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার তহবিল গঠনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ বিনিয়োগকে নির্ধারিত সীমার বাইরে রাখা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ৭ শতাংশ সুদে ঋণ পাবে সিকিউরিটিজ প্রতিষ্ঠানগুলো। এসব সুযোগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক গত সোমবার এ নিয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় ব্যাংক আইনের বিভিন্ন ধারা শিথিল করে এসব সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি বলতে, এটি কি আরও আগে করা যেত না? আমরা আগেও বলেছি, সময়ের কাজ সময়ে করাই বুদ্ধিমত্তার পরিচয়। কারণ কালক্ষেপণ করলে ক্ষতি বাড়ে। পুঁজিবাজারে সাপোর্ট বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এটি্ আরও আগে করলে ভালো হতো। তারপরও এটি ভালো উদ্যোগ। এর বাস্তবায়ন যেন সুষ্ঠুভাবে হয়, এখন সে ব্যবস্থার দিকে নজর দেয়া দরকার। সঠিক নজরদারি থাকলে এই পদক্ষেপ পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে হয়।