এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি আজ বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে্। নিম্নে ছকের মাধ্যেমে কোম্পানিগুলোর নাম, তারিখ এবং সময়ের বিবরণ দেয়া হল:
| কোম্পানির নাম | তারিখ | সময় | 
| এপেক্স ফুটওয়্যার লিমিটেড | ২৫ জানুয়ারি | বিকেল সাড়ে ৪টা | 
| রেনউইক যঞ্জেশ্বর | ২৫ জানুয়ারি | বিকেল ৩টা | 
| এডিএন টেলিকম লিমিটেড | ২৮ জানুয়ারি | বিকেল ৪টা | 
| বঙ্গজ লিমিটেড | ২১ জানুয়ারি | বিকেল ৩টা | 
| বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড | ২৫ জানুয়ারি | বিকেল ৩টা | 
| ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস | ২৩ জানুয়ারি | দুপুর ১২টা | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ
এসএমজে/২৪/ঝি/সা