এসএমজে ডেস্ক:
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর বোর্ড সভার তথ্য:
| কোম্পানির নাম | বোর্ড সভার তারিখ | বোর্ড সভার সময় | 
| বীকন ফার্মা | ২৭জানুয়ারি | বিকেল ৩ টায় | 
| রেনেটা লিমিটেড | ২৮ জানুয়ারি | দুপুর ২ টা ৪০ মিনিটে | 
| জেনেক্স ইনফোসিস | ২৬ জানুয়ারি | বিকেল ৪ টা ৪৫ মিনিটে | 
| অলটেক্স ইন্ডাষ্ট্রিজ | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| নাহি অ্যালুমিনিয়াম | ২৭ জানুয়ারি | বিকেল সাড়ে ৪ টায় | 
| পদ্মা অয়েল | ২৯ জানুয়ারি | বিকেল সাড়ে ৫ টায় | 
| ইষ্টার্ণ লুব্রিকেন্টস্ | ২৯ জানুয়ারি | বিকেল সাড়ে ৪ টায় | 
| এপেক্স ফুটওয়্যার | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| জেমিনী সী ফুড | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| জেএমআই সিরিঞ্জ | ২৯ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| ন্যাশনাল টিউবস্ | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| বেঙ্গল উইন্ডশ্বর | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| ফার ইস্ট নিটিং এন্ড ডাইং | ২৯ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| তসরিফা ইন্ডাষ্ট্রিজ | ৩০ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| বাংলাদেশ ল্যাম্পস | ২৮ জানুয়ারি | দুপুর ৩ টায় | 
| কহিনূর ক্যামিকেল | ২৮ জানুয়ারি | দুপুর ২ টা ৪৫ মিনিটে | 
| ওরিয়ন ইনফিউশন | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| ওরিয়ন ফার্মা | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| তিতাস গ্যাস | ২৮ জানুয়ারি | বিকেল ৩ টায় | 
| শ্যামপুর সুগার মিলস্ | ২৮ জানুয়ারি | বিকেল সোয়া ৩ টায় | 
| জীল-বাংলা সুগার মিলস্ | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
এসএমজে/২৪/বা