এসএমজে ডেস্ক:
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
নিচে ছকের মাধ্যমে কোম্পানিগুলোর বোর্ড সভার তথ্যচিত্র তুলে ধরা হলো-
| কোম্পানির নাম | বোর্ড সভার তারিখ | বোর্ড সভার সময় | 
| গ্লোবাল হেভি ক্যামিকেল | ২৯ জানুয়ারি | বিকেল ৩টায় | 
| নিটল ইন্স্যুরেন্স | ২৯ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| প্যারামাউন্ট টেক্সটাইল | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৩টায় | 
| এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৬ জানুয়ারি | বিকেল ৩টায় | 
| এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ২৬ জানুয়ারি | বিকেল সোয়া ৩টায় | 
| গ্রামীণ ফোণ | ২৭ জানুয়ারি | দুপুর ২টা ৩৫মিনিটে | 
| ন্যাশনাল পলিমার | ২৫ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| আজিজ পাইপস্ | ২৬ জানুয়ারি | বিকেল ৩টায় | 
| সিলভা ফার্মা | ২৯ জানুয়ারি | বিকেল সাড়ে ৩টায় | 
| ন্যাশনাল টি কোম্পানি | ২৮ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| বিএসআরএম স্টীল | ২৬ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| বিএসআরএম লিমিটেড | ২৬ জানুয়ারি | বিকেল ৫টায় | 
| শাশা ডেনিমস্ | ৩০ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| প্রিমিয়ার সিমেন্ট | ২৬ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| সাভার রিফ্রেকটরিজ লিমিটেড | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৩টায় | 
| এইচ.আর. টেক্সটাইল লিমিটেড | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৩টায় | 
| জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ২৯ জানুয়ারি | বিকেল ৪টায় | 
এসএমজে/২৪/বা