এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮টি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। নিম্নে কোম্পানিগুলোর নাম এবং সভার সময়সূচী উল্লেখ্য করা হলঃ-
| কোম্পানির নাম | তারিখ | সময় |
| কনফিডেন্স সিমেন্ট লিমিটেড | ৩০ জুন ২০২১ | বিকেল ৩ টায় |
| বিবিএস ক্যাবলস লিমিটেড | ২৭ মে ২০২১ | বিকেল ৩ টায় |
| গ্লোবাল ইন্স্যুরেন্স্ কোম্পানি লিমিটেড | ১ জুন ২০২১ | বিকেল ৩ টা ৩০ মিনিটে |
| বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড | ২৭ মে ২০২১ | বিকেল ৪ টায় |
| তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ৩০ মে ২০২১ | বিকেল ৩ টা ৩০ মিনিটে |
| প্রগতি ইন্স্যুরেন্স্ কোম্পানি লিমিটেড | ৩১ মে ২০২১ | বিকেল ৩ টা ৩০ মিনিটে |
| নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড | ৩১ মে ২০২১ | বিকেল ৩ টা ৩০ মিনিটে |
| জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ২৫ মে ২০২১ | বিকেল ৩ টা ৩০ মিনিটে |
সূত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/সা