এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড সহ ভিন্ন ভিন্ন খাতের ১৫টি কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগেুলো সভায় সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে । নিন্মে কোম্পানিগুলোর নাম ও সভার সময় সূচি উল্লেখ করা হলো :
| কোম্পানির নাম | তারিখ | সময় | 
| ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | ১১মে ২০২১ | দুপুর ১ টায় | 
| উত্তরা ব্যাংক লিমিটেড | ৯মে ২০২১ | দুপুর ২ টায় | 
| প্রিমিয়ার ব্যাংক লিমিটেড | ৯মে ২০২১ | দুপুর ২ টায় | 
| ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড | ৯মে ২০২১ | দুপুর ২ টা ৩০ মিনিটে | 
| ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ৯মে ২০২১ | বেলা ৩ টায় | 
| গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড | ১০মে ২০২১ | দুপুর ১২ টায় | 
| ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক | ১১মে ২০২১ | দুপুর ২ টা ৩০ মিনিটে | 
| আর্গন ডেনিমস লিমিটেড | ৮মে ২০২১ | দুপুর ২ টায় | 
| ইভিন্স টেক্সটাইল লিমিটেড | ৮মে ২০২১ | বেলা ৩ টায় | 
| ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড | ১১মে ২০২১ | বেলা ৩ টায় | 
| সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড | ৮মে ২০২১ | বেলা ৪ টায় | 
| ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১ টায় | 
| ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১ টায় | 
| আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১ টায় | 
| ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড | ৯মে ২০২১ | দুপুর ১ টায় | 
সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এএমজে/২৪/সা