Stock Market Journal

বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে আসছে নতুন বিধিনিষেধ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানির বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে ৫টি বিধিনিষেধ দিতে যাচ্ছে । শিগগিরই এ সংক্রান্ত সার্কুলার জারি হতে পারে বলে জানা গেছে।

সূত্রমতে, যে ৫টি ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে তা হলো:

১. কোন কোম্পানি আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত না হওয়া পর্যন্ত বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

২. কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ৩ বছরের মধ্যে কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

৩. রাইট শেয়ার ইস্যু করার পর পরবর্তী ৩ বছরের মধ্যে কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

৪. কোন কোম্পানির উৎপাদন বন্ধ থাকলে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

৫. জেড ক্যাটাটাগরির কোম্পানি ও ওটিসি মার্কেটে বেচাকেনা হয় সেসব কোম্পানি, সেসব কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/মি