Stock Market Journal

বেক্সিমকোর ড্রাগ ফ্লেকিনাইড অনুমোদন পেল যুক্তরাষ্ট্রে

এসএমজে ডেস্ক:

সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিএরিথমিক ড্রাগ ফ্লেকিনাইড অ্যাসিটেট (৫০, ১০০ ও ১৫০ মিলিগ্রামের ট্যাবলেট) । গত ২১ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি।

ট্যাকিকার্ডিয়া ও অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের মতো অনিয়মিত হ্নৎস্পন্দনের চিকিৎসায় এই অ্যান্টিএরিথমিক ওষুধ ব্যবহার করা হয়। এটি যুক্তরাষ্ট্রের বাজারে অনুমোদিত বেক্সিমকোর অষ্টম নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন (এএনডিএ) ।

উল্লেখ্য, ২০১৫ সালের জুন মাসে বেক্সিমকো যুক্তরাষ্ট্রের এফডিএ’র অনুমোদন লাভ করেছিল।

এসএমজে/২৪/মি