Stock Market Journal

বৃহস্পতিবার ২৩ কোম্পানির এজিএম

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ২৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এজিএমের তথ্য ছকে দেওয়া হলো:

কোম্পানির নাম

স্থান

সময়

রিং শাইন টেক্সটাইলস লিমিটেড সাভার, ঢাকা সকাল ১০টায়
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টায়
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরি প্রাঙ্গন,সোনারগাঁও, নারায়ণগঞ্জ সকাল ১০টায়
ফার্মা এইডস সেগুন বাগিচা, ঢাকা সকাল ১১টায়
আমরা টেকনোলোজিস লিমিটেড ডেলটা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকা সকাল সাড়ে ১১টায়
গোল্ডেন সন লিমিটেড ফ্যাক্টরি প্রাঙ্গন, কর্ণফুলী, চট্রগ্রাম বিকাল ৪টায়
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকা সকাল সাড়ে ১০টায়
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড দ্যা ইন্সটিটিউশন অব ইঞ্জিনির্য়াস, রমনা, ঢাকা সকাল ১০টায়
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বাঘমারা, কুমিল্লা দুপুর ১২টায়
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড গুলশান ক্লাব লিমিটেড, গুলশান-২, ঢাকা সকাল সাড়ে ১০টায়
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড খান’স প্যালেস কনভেনশন হল,সুবিদ বাজার, সিলেট সকাল ১০টায়
সাফকো স্পিনিং মিলস লিমিটেড মাধবপুর, হবিগঞ্জ বেলা সাড়ে ১১টায়
ন্যাশনাল টিউবস লিমিটেড ফ্যাক্টরি প্রাঙ্গন, গাজীপুর বেলা ১১টায়
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড   বেলা ১১টায়
আমরা নেটওয়ার্কস লিমিটেড ডেলটা লাইফ টাওয়ার, গুলশান-২, ঢাকা সকাল ১০টায়
হাওয়া ওয়েল টেক্সটাইলস(বিডি) লিমিটেড স্পেকট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১,ঢাকা সকাল সাড়ে ১০টায়
সী পারল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ বেলা ১১টায়
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনিপুর,গাজীপুর সকাল ৯টায়
মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বাঘমারা, কুমিল্লা সকাল সাড়ে ১০টায়
মেট্রো স্পিনিং লিমিটেড ফ্যাক্টরি প্রাঙ্গন, সাভার, ঢাকা সকাল ১০টায়
জিপিএইচ ইস্পাত লিমিটেড আগ্রাবাদ, চট্রগ্রাম বেলা ১১টায়
শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বারিধারা,ডিএইচএস, ঢাকা সকাল সাড়ে ১০টায়
ওয়াটা ক্যামিকেলস হোটেল-৭১,বিজয়নগর, ঢাকা সকাল ৯টা ৪৫ মিনিট

সূত্র:ডিএসই

এসএমজে/২৪/ঝি