এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বিস্তারিত ছকে:
| কোম্পানির নাম | স্থান | সময় | 
| ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড | বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার,ঢাকা | সাড়ে ১০টায় | 
| এম.এল. ডাইং লিমিটেড | তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্ট, ভালুকা, ময়মনসিংহ | দুপুর ১২ টায় | 
| গ্লোবাল হেভি ক্যামিকেলস লিমিটেড | ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস বাংলাদেশ, কাকরাইল, ঢাকা | বেলা ১১টায় | 
| শাশা ডেনিমস লিমিটেড | ট্রাস্ট মিলনায়তন, পুরাতন এয়ারপোর্ট রোড, ঢাকা | সকাল সাড়ে ১০টায় | 
| ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড | নবউদয় কনভেনশন হল, মোহাম্মদপুর, ঢাকা | সকাল ৯টায় | 
| দুলামিয়া কটন স্পিনিং মিলস | হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম সি.আর. দত্ত রোড, ঢাকা | সকাল সাড়ে ১০টায় | 
| মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ইসলামপুর, ধামরাই, ঢাকা | সকাল ১০টায় | 
| বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস | সরনিকা কমিউনিটি সেন্টার, চট্রগ্রাম | বেলা ১২টায় | 
| মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড | ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা | সকাল সাড়ে ১০টায় | 
| আমান ফিড লিমিটেড | ফ্যাক্টরি প্রাঙ্গন, সিরাজগঞ্জ | বেলা ১২টায় | 
| কাট্টালি টেক্সটাইল লিমিটেড | বিএমএ ভাটিয়ারি, চট্রগ্রাম | সকাল ১০টায় | 
| জিমিনি সী ফুড লিমিটেড | ইউল্যাব প্লে গ্রাউন্ড,রামচন্দ্রপুর, মোহাম্মদপুর, ঢাকা | সকাল ১০টা ৪৫মিনিট | 
| দেশ গার্মেন্টস লিমিটেড | মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, কাকারাইল, ঢাকা | বেলা ১১টা ৪৫ মিনিট | 
| এম.আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড | ফ্যাক্টরি প্রাঙ্গন, মুন্সিগঞ্জ | বেলা ১১টায় | 
| নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার | পুরাতন এয়ারপোর্ট, পতেঙ্গা, চট্রগ্রাম | সকাল সাড়ে ১০টায় | 
| বিএসআরএম স্টিলস লিমিটেড | সরনিকা কমিউনিটি সেন্টার, চট্রগ্রাম | সাড়ে ৯ টায় | 
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি