Stock Market Journal

বীমা খাতে গ্রস প্রিমিয়াম আয় ১ হাজার ৩২৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাধারণ বীমা ও জীবন বীমা কোম্পানিগুলোর ২০১৯ সালে গ্রস প্রিমিয়াম আয় করেছে ১ হাজার ৩২৯ কোটি ৯ লাখ ১ হাজার টাকা। যা গত বছরের চেয়ে ৯০ কোটি ৭৯ লাখ ৮ হাজার টাকা বেশি। যা শতাংশের  হিসেবে ৭ দশমিক ৩৩ শতাংশ বেশি।

মোট প্রিমিয়াম আয় হয়েছে এর মধ্যে জীবন বীমা কোম্পানিগুলোর আয় করেছে ৯৬০ কোটি ৮২ লাখ ২ হাজার টাকা। আর সাধারণ বীমা কোম্পানিগুলোর আয় হয়েছে ৩৬৮কোটি ২৭ লাখ টাকা।

সরকারি-বেসরকারি, লাইফ-ননলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মিলে দেশের বীমা খাতে মোট ৭৯টি বীমা কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো বিদায়ী বছরে এ আয় করেছে।

এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালে গ্রস প্রিমিয়াম আয় করেছিলো ১ হাজার ২৩৮ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে জীবন বীমা কোম্পানিগুলোর আয় হয়েছিলো ৮৯৯ কোটি ২১ লাখ ৩ হাজার টাকা। এবং সাধারন বীমা কোম্পানিগুলোর  প্রিমিয়াম আয় হয়েছিলো ৩৩৯কোটি ৭ লাখ ৯ হাজার টাকা।

এ বিষয়ে বীমা সংশ্লিষ্টরা বলছেন, বীমা কোম্পানির সংখ্যা অনুসারে বীমা খাতের প্রবৃদ্ধি হচ্ছে না। আর তাতে প্রিমিয়াম আয় বাড়ছে না। অনৈতিক কমিশন বাণিজ্য, গ্রাহকদের বিমা দাবি পরিশোধ না করায় আস্থা সংকটের কারণে ব্যাংক খাতের মত বিমা খাত বৃদ্ধি পাচ্ছে না। এবং বীমা কোম্পানিগুলো নতুন পণ্য আনছে না। বরং একই ব্যক্তির কাছে সবাই যাচ্ছে। আর তাতে প্রিমিয়াম আয় বাড়ছে না। বিশেষ করে নতুন বিমা কোম্পানিগুলো ব্যবসা সংকটে রয়েছে বলে মনে করেন তারা।

সূত্র: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)

এসএমজে/২৪/মি