Stock Market Journal

বিশ্বজুড়ে ১২ কোটি ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজারের বেশি। একদিনে আরও ৭ হাজার ৮শ’য়ের বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৬ লাখ ৫৯ হাজারের কাছাকাছি।

এদিকে করোনার নতুন স্ট্রেইনের প্রভাবে আবারও বিপর্যস্ত ব্রাজিল। শনিবারও দৈনিক সংক্রমণ আর মৃত্যুর শীর্ষে দেশটি। ১৯শ’ ৪০জনের মৃত্যুতে ২ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানি। ৭১ হাজারের কাছাকাছি শনাক্ত হয়েছে মোট সংক্রমণ।

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯৮৮ জনের। ৪৮ হাজার ছুইছুই নতুন সংক্রমণ। এদিন মেক্সিকোয় প্রাণ গেছে ৭০৯ জনের। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।

এসএমজে/২৪/রা