পুঁজিবাজারে সাধারণত যারা বিনিয়োগ করতে আসেন, তাদেরকে একটি বিষয়ই মূলত দেখতে হয় সেটি হচ্ছে সঠিক উপায়ে লেনদেন করে মুনাফা করা। এর বাইরে আরও একটি মহল বিশেষ রয়েছে, তারা নানাভাবে অনিয়ম করে পুঁজিবাজার থেকে টাকা হাতিয়ে নেয়। এর জন্য তারা নানা ধরনের উপায় বের করে, যেগুলো অনৈতিক। এসবের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে তথ্য নিয়ে কারসাজি বা বিভ্রান্তি ছড়ানো। এর মধ্যে দিয়ে একটি বিশেষ চক্র সাধারণ বিনিয়োগকারীদের পকেট কাটে।
এখন কথা হচ্ছে এ ধরনের বিষয় আমাদের দেশের পুঁজিবাজারে নতুন নয়। এ ধরনের ঘটনা অহরহই দেখা যায়। তাই এ ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের দিকটি বিবেচনা করা উচিৎ কোম্পানিগুলোর। বিশেষ করে তথ্য নিয়ে কোনো ধরনের লুকিচুরি করা কোম্পানিগুলোর কাজ হতে পারে না। এটি সব সময় মেনে চলা উচিত সংশ্লিষ্ট সকলের। আর বিনিয়োগকারীদের উচিত সব ধরনের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে গিয়ে বিনিয়োগ করা। এ ক্ষেত্রে অনেক চৌকস হতে হবে বিনিয়োগকারীদের। এখন যুগটা অনেকটাই তথ্যবহুল যুগ। এ কারণে তথ্যবিভ্রান্তির অনেক ধরনের অবকাশ রয়েছে। এগুলো থেকে মুক্ত হয়ে বিনিয়োগ করতে পারলে পুঁজিবাজারে টিকে থাকা সম্ভব।