পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিষয়টি সম্পর্কে জেনে-বুঝে নেওয়া উচিত এবং এ-সংক্রান্ত পড়াশোনাও করতে হবে। কে কোন জায়গায় বিনিয়োগ করে ধৈর্য ধরবেন সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। গত পাঁচ বছরে দেখা গেছে অনেক শেয়ারের দাম চার পাঁচ গুণ বেড়েছে। তার মানে কোন শেয়ারে বিনিয়োগ করা হচ্ছে সেটা আসলে বিনিয়োগযোগ্য শেয়ার কি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগ যার, ভাবনাও তার।
কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যদি ভালো থাকে, তাহলে আজকে মূল্যায়ন না হলেও আগামী দিন অবশ্যই মূল্যায়ন হবে। তখন সংশ্লিষ্ট বিনিয়োগকারী চার-পাঁচ গুণ লাভবানও হতে পারেন। অতীতে বিনিয়োগকারীরা অনেকে এভাবেই মুনাফা করতে পেরেছেন। এটি এখনও সম্ভব।
কোনো কোনো শেয়ারের দাম ১০০ গুণ বেড়েছে এমন ইতিহাস আছে। আবার ১০০ টাকায় কিনে ৫ টাকা হয়েছে সেই ইতিহাসও আছে। সুতরাং কে কোন জায়গায় বিনিয়োগ করে ধৈর্য ধরবেন, সেটাও একটি প্রশ্ন। এখানেও কিন্তু শিক্ষার ও জানার ব্যাপার আছে।
পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কেউ কাউকে ডেকে আনে না। যার যার বিনিয়োগ তারা বুদ্ধিমানের মতো নিজেরাই করবেন।
সুতরাং বিনিয়োগের আগে ১০০ বার চিন্তা করতে হবে। কোন ভাই কী বলেছে, সেটি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমার টাকা আমি বিনিয়োগ করব, ভালো করে বুঝে বিনিয়োগ করব।