Stock Market Journal

বিনিয়োগ করতে হবে জেনে-বুঝে

পুঁজিবাজারে শেয়ার দর ওঠা-নামা করবেই। এটি বাজারের ধর্ম। কখনো বাড়বে আবার কখনো কমবে সূচক। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যেহেতু ব্যবসা করে, তাই ব্যবসায় লাভ-লোকসান থাকবেই। তার প্রভাব পুঁজিবাজারে পড়াটা স্বাভাবিক। এ ক্ষেত্রে জেনে-বুঝে বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীদের।

উত্থানের বাজারে যেমন লাভ করা যায়, পতনের বাজারেও তেমনই লাভ করা সম্ভব। এ ক্ষেত্রে বিনিয়োগকারীর বিনিয়োগ দক্ষতার ওপর সব কিছু নির্ভর করে। কখন কোন শেয়ার ছাড়তে হবে আর কোনটা ধরতে হবে সেই জ্ঞানটুকু বিনিয়োগকারীর থাকা চাই। কারণ বাজার সব সময় উত্থানে থাকবে না। আর পতন হলেই বাজার খারাপ হয়ে গেছে, বা শেয়ার ছেড়ে বের হয়ে আসতে হবে এমনটিও ঠিক নয়। বরং কোম্পানির অবস্থা বুঝে অনেক ক্ষেত্রে শেয়ার ধরে রাখাই বুদ্ধিমানের কাজ।

আতঙ্ক কিংবা গুজব পুঁজিবাজারে নানা সময় সৃষ্টি হয়। এ সময় ধৈর্যসহ সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ বাজার যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। সুযোগ আসতে পারে। তখন সঠিক সিদ্ধান্ত নিয়ে লাভবান হওয়া সম্ভব। আর এ ক্ষেত্রে বিনিয়োগকারীর অভিজ্ঞতা ও জানা-বুঝার বিষয়টিই গুরুত্বপূর্ণ।