Stock Market Journal

বিনিয়োগে ভুল করে পুঁজিবাজারকে দোষারোপ করা ঠিক নয়

কোম্পানির মুনাফা বাড়েনি, ভালো লভ্যাংশ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কোম্পানি সম্প্রসারণ হচ্ছে না তারপরও শেয়ারের দাম কারসাজি চক্রের ছোঁয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিনিয়োগকারীরাও এসব শেয়ার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। অনেক সময়ই এমন চিত্র দেখা যায় দেশের পুঁজিবাজারে। এ ক্ষেত্রে একটি বিষয়ই বলার আছে, সেটি হচ্ছে- ভুল বিনিয়োগ করে পুঁজিবাজারকে দোষারোপ করা ঠিক নয়।

একটি বিষয় বারবার মনে রাখা দরকার সেটি হচ্ছে- কেউ জোর করে কাউকে পুঁজিবাজারে আনেন না, বিনিয়োগকারীরা স্বেচ্ছাই আসেন। এ জন্য বিনিয়োগকারীদের দোষারোপ করছি না। শুধু বলতে চাই, নিজের দায়টাও এখানে কম নয়। বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে বাজার যতই ভালো হোক, লোকসান থেকে বের হওয়া যাবে না।

যেভাবেই হোক পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে কোম্পানি ও বাজার সম্পর্কে ধারণা থাকাও জরুরি। অনেকে পুঁজিবাজারে এসেও বিনিয়োগ কৌশল শিখতে পারেন। আবার আগে থেকেও প্রাথমিক ধারণা থাকতে পারে। মোদ্দা কথা- যাই করুন, পুঁজিবাজারে নিজের অবস্থান পোক্ত করতে হলে জানা-বুঝার বিকল্প নেই। একই সঙ্গে অতি লোভ থাকাটাও ক্ষতির কারণ হতে পারে।