Stock Market Journal

বিনিয়োগে কানকথা নয়, বিশ্লেষণে গুরুত্ব দেওয়া উচিত

আমরা বরাবরই সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে বলতে চাই, বিনিয়োগ করা দরকার কোম্পানি ও পুঁজিবাজারের ধরন বিশ্লেষণ করে। এই বাইরে গিয়ে কানকথায় বিনিয়োগ করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। সেই ক্ষতি কখনো এমনও হতে পারে, যাতে হারিয়ে যেতে পারে সব পুঁজি। এ ধরনের নজির পুঁজিবাজারে রয়েছে। আবার বিশ্লেষণের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের অঢেল মুনাফা করারও দৃষ্টান্ত কম নয়। তারপরও দেখা যায় অনেক বিনিয়োগকারী কানকথায় বিনিয়োগ করে সর্বস্বান্ত হন।

আমাদের দেশের পুঁজিবাজারে গুজব খুবই প্রভাব বিস্তার করে। এই গুজব যারা বাজারে ছাড়ায় তারা পরিকল্পিতভাবেই কাজটি করে। এটি একটি ফাঁদ। অনেক বিনিয়োগকারী এই ফাঁদে পা দেন। এরপর তাদের পরিণতি হয় খুবই খারাপ। আর গুজব যারা রটায় তারা হাতিয়ে নেয় সাধারণ বিনিয়োগকারীদের টাকা। তাই আমরা আবারও সাধারণ বিনিয়োগকারীদের বলবো, আপনা জেনেবুঝে, সব কিছু বিশ্লেষণ করে বিনিয়োগ করুন। এতে নিজের যেমন লাভ হবে, পুঁজিবাজারেরও উন্নতি হবে। এর মধ্য দিয়ে কতিপয় অনৈতিক মুনাফালোভী চক্র হতাশ হয়ে পড়েব। বাজারে ঝুঁকিও কমে আসবে। উন্নতবিশ্বের পুঁজিবাজারের দিকে তাকালে, আমরা এটি বুঝতে পারবো।