Stock Market Journal

বিনিয়োগকারীরা শুধু ঠকতে থাকলে পুঁজিবাজার স্থিতিশীল হবে না

ঠকা আর লোকসান এক কথা নয়। লোকসান হচ্ছে পুঁজিবজারেরই একটি অপরিহার্য বিষয়। বিনিয়োগ করলে লোকসান হতেই পারে। আর সেটি মেনে নিয়েই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়। এটি পৃথিবীর সব দেশের পুঁজিবাজারের বেলায়ই সত্য। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারে কেবল লোকসানই নয় বিনিয়োগকারীরা অনেক সময় ঠকেও থাকেন। তাদের ঠকানোর পেছনে নানামুখী কারণ রয়েছে। সেসব কারণ নিয়ে আমরা বিভিন্ন সময় লিখেও আসছি। তারপও অনেক বিষয় এখনও পুঁজিবাজারে সক্রিয়। কতিপয় চক্র বিনিয়োগকারীদের ঠকানোর জন্য নানা ধরনের ফন্দি করে থাকে। অনেক সময় সরলমনা বিনিয়োগকারীরা তাদের ফাঁদে পা দিয়ে ফেলেন। তারা অসহায় হয়ে পড়েন, ব্রোকারেজ হাউজের কাছে, কারসাজি চক্রের কাছে, তালিকাভুক্ত কোম্পানির কাছে। অনেক সময় তাদের অসহায়ত্ব যাদের দেখার কথা তারাও সেভাবে দেখভাল করতে ব্যর্থ হন। ফলে সাধারণ বিনিয়োগকারীদের আর করার কিছু থাকে না। পুঁজিবাজারে ন্যায্যতা বজায় থাকার জন্য অনেক আইন থাকলেও এর প্রয়োগ সব সময় হয় না। আবার অনেক বিষয়ে আইনি ফাঁফোকরও রয়েছে। যেগুলো ভেদ করে সাধারণ বিনিয়োগকারীরা যেতে পারেন না। এ কারণে তারা ঠকে যাওয়াকেই নিয়তি মনে করে থাকেন। একটি স্থিতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে হলে বিনিয়োগকারীদের ঠকানো বন্ধ করতে হবে।