Stock Market Journal

বিনিয়োগকারীরা যত চৌকস হবেন শেয়ারবাজার তত নিরাপদ হবে

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ আমাদের দেশের পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী বাজার ঠিক মতো না বুঝেই বিনিয়োগ করেন। এটি শুধু বিনিয়োগকারীদেরই ক্ষতি নয় পুঁজিবাজারেরও ক্ষতি। কারণ বিনিয়োগকারীরা যত বেশি চৌকস হবেন, বাজার তত বেশি নিরাপদ হবে। বাজারের ঝুঁকি কমে আসবে, স্থিতিশীলতা বাড়বে। এর ফলে শেয়ারবাজার সমৃদ্ধ হবে, গভীরতা বাড়বে। আর এর ধারাবাহিকতার মধ্য দিয়ে শেয়ারবাজার শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

বিনিয়োগকারীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ায় টক শো ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়। পাশাপাশি পুঁজিবাজার-বিষয়ক শিক্ষণীয় ভিডিও তৈরি করার মতো কাজটিও করা যয়া। কারণ বর্তমান সময়ে ভিডিও প্রভাব অনেক বেশি। এর মধ্য দিয়ে দ্রুত বার্তা পৌঁছানো সম্ভব। ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার সম্পর্কে ইতিবাচক বার্তা প্রচার ও সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করার কাজটি খুব ভালোভাবেই করা সম্ভব। এ বিষয়ে যত তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া যাবে, ততই মঙ্গল হবে। কারণ বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে শেয়ারবাজার মজবুত করা সম্ভব নয়। নানামুখী গুজব আর কারসাজি বিনিয়োগকারীদের নাকাল করে ফেলবে।