Stock Market Journal

বিনিয়োগকারীরা প্রতারিত হলে বাজার দুর্বল হয়

একটি বিশ্বাসযোগ্য পুঁজিবাজারের দাবি অনেক দিন ধরেই করে আসছেন সাধারণ বিনিয়োগকাররীরা। গত প্রায় দশ বছর ধরে তাদের এই দাবি উপেক্ষিত। তাই এর নেতি বাচকপ্রভাব থেকে পুঁজিবাজার মুক্ত হতে পারছে না।
সাধারণ বিনিয়োগকারীরা হচ্ছে পুঁজিবাজারের প্রাণ। অনেকেই বক্তৃতা-বিবৃতির মধ্যেই কথাটি সীমাবদ্ধ রাখতে চান। কাজের ক্ষেত্রে এর প্রতিফলন দেখা যায় না। ফলে অনেক সময়ই সাধারণ বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হন। অনেক বিনিয়োগকারী চাকরি করার পর অবসর নিয়ে জীবনের শেষ সম্বল টুকু পুঁজিবাজারে বিনিয়োগ করেন শেষ বয়সের ভরসা হিসেবে। তাদের সেই বিনিয়োগ যখন অনিয়ম কিংবা কারসাজি করে হাতিয়ে নেয়া হয়, তখন তারা বাজারকে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে করতে পারেন না। এসব বিনিয়োগকারী হতশার মধ্য দিয়ে এক সময় বাজার ত্যাগ করেন বানিষ্ক্রিয় হয়ে পড়েন। এতে পুঁজিবাজার দুর্বল হয়। এই দুর্বলতা কাটানোর জন্য যতটা
সুশাসন এবং পদক্ষেপ দরকার সেটি নেওয়া হয় না। এর ফলে পুঁজিবাজার আর দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হয়ে উঠতে পারেনা। বিষয়টি যত দিন উপলব্ধি করা না হবে, ততদিনই বাজার দুর্বল অবস্থায় থাকবে। এর থেকে উত্তরণ ছাড়া উপায় নেই।