Stock Market Journal

বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা আর পুঁজিবাজারের উন্নতি একই সূত্রে বাঁধা

অনেকের মনে হতে পারে, আমরা কেবল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার কথাই বলছি। এই প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা আর পুঁজিবাজারের উন্নতি একই সূত্রে বাঁধা। এখানে আলাদা কিছু নয়। বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা না করে কোনো উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ আমাদের দেশের পুঁজিবাজারে যে ধরনের অনিয়ম হচ্ছে, সেগুলোতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো হাত নেই। বরং তারা প্রতারিত হচ্ছেন। নিজেদের পুঁজি হারাচ্ছেন অহরহ। এর জন্য তারা দায়ী নন, দায়ী হচ্ছে কতিপয় অসাধু চক্র। এই চক্র নানা সময় ভিন্ন ভিন্ন কৌশলে বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নিচ্ছে। এর কারা সেটি, খুঁজে বের করতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। এটি খুঁজে বের করা আমাদের কাজ নয়, আমরা পারবও নয়। যাদের কাজ তারাই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবেন। গণমাধ্যম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে এসব বিষয় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে নিজেদের মতমত তুলে ধরা।

দেশে পুঁজিবাজারে অনিয়ম হচ্ছে, এটি এখন আর লুকোছাপার বিষয় নয়। আমরা যেমন আন্দাজ করতে পারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ অন্যরাও সেটি বুঝতে পারে। তারপরও কেনো বিষয়গুলোর সুরাহা হচ্ছে না, এটিই আমাদের জিজ্ঞাসা।