Stock Market Journal

বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া উন্নত পুঁজিবাজারের লক্ষণ

একটি বিনিয়োগবান্ধব পুঁজিবাজার আধুনিক অর্থনীতির অন্যতম শর্ত। পৃথিবীর দেশে দেশে এটি একটি প্রমাণিত বিষয়। এখন আর মানুষকে জোর করে পুঁজিবাজারে টেনে আনার সুযোগ নেই। বিনিয়োগকারারীরা স্বেচ্ছায়ই পুঁজিবাজারে অংশগ্রহণ করছে। এটি ভালো দিক। আমাদের দেশেও এমনটি দেখা যাচ্ছে। তবে আমাদের বাজার আশানুরূপ নিরাপদ নয়। বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার দেওয়ার ক্ষেত্রে এখনও অনেক ধরনের দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতা কাটাতে না পারলে উন্নত পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত হয়েছে মূলত পুঁজিবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করা এবং এটি ধরে রাখার জন্য। এই প্রতিষ্ঠানে নির্দ্দিষ্ট সময় পর পর নেতৃত্বে বদল এসেছে। তারপরও বলা যায়, সব সময়ই সঠিক লোক এখানে এসেছেন, এমনটি বলা যাবে না। কারণ সংস্থাটি সব সময় সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে, এমনটিও বলা যাবে না। সবকিছু বিবেচনায় নিয়েই বর্তমান কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে। তা হলে পুঁজিবাজারে গুণগত পরিবর্তন সম্ভব। এর ধারাবাহিকতায়ই একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠা সম্ভব।