Stock Market Journal

বিনিয়োগকারীদের সুরক্ষায় উদ্যোগ নিন

দেশের পুঁজিবাজার ২০১০ সালের মহা ধসের পর অনেকটাই নাকাল হয়ে পড়েছিল। যে কারণে গত প্রায় ১০ বছর ধরে টানা মন্দায় ছিল পুঁজিবাজার। এটি কাটানোর জন্য নানামুখি উদ্যোগ নেওয়া হলেও তেমন একটা কাজ হয়নি। কারণ এসব উদ্যোগের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত ছিল না। ফলে দীর্ঘ সময় ধরে বেসামাল ছিল বাজার।

সম্প্রতি বাজারে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত থাকলেও, এটি কতটা স্থায়ী হবে সে প্রশ্ন থেকেই গেছে। কেবল সাপোর্ট দিয়েই বাজার চাঙ্গা করা যাবে না। দরকার বিনিয়োগকারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া। বিনিয়োগকারীরা যদি সুরক্ষিত থাকেন, তাদের পুঁজি যদি নিরাপদ থাকে, তাহলে বাজার ঘুরে দাঁড়াবে এবং স্থিতিশীল হবে। এই কাজ কেবল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দিয়ে হবে না। পুঁজিবাজারে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইনি সক্ষমতাসহ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। যোগ্য লোকদের দায়িত্ব দেয়ার পাশাপাশি অযোগ্যদের সরিয়ে দিতে হবে। যাতে প্রতিটি স্তরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।