Stock Market Journal

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়তে কার্যকর পদক্ষেপ নেই কেন

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি বিনিয়োগ শিক্ষার প্রসার ঘটটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য রযেছে বলে আমরা মনে করি। এর ফলে যে ঘটনাগুলো ঘটছে কিছুতেই এর দায় এড়াতে পানে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। আমাদের দেশের পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী রয়েছেন, যারা বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন না। তরা অন্যের কথা, কিংবা কম জেনে বিনিয়োগ করছেন। এতে লাভবান হচ্ছে রাঘব বোয়ালরা। তাদের পকেট ভারী হচ্ছে। পাশাপাশি পুঁজি হারিয়ে অল্পতেই হতাশ হচ্ছেন বিনিয়োগকারীরা।

আমাদের কথা হচ্ছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে সব বিষয়ে তদারকি জারি রাখা। এক্ষেত্রে সংস্থাটি কতটা পারছে কাজ করতে। শেয়ারবাজার থেকে মুনাফা করে এমন ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে। তারা বিনিয়োগকারীদের উন্নয়নে কোনো ভূমিকা রাখছে না কেন? এছাড়া আমাদের জানা মতে অনেক ব্যক্তি এসব বিষয়ে অভিজ্ঞ। তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন? বিএসইসির নিজের করা দরকার নেই। বাইরে যারা আছেন তাদেরকে যুক্ত করা যায়। গণমাধ্যম হিসেব আমরা বিনিয়োগকারীদের সচেতন করার জন্য অনেক, কর্মশালাসহ বিভিন্ন ধরনের প্রকাশনা করেছি। এটি আমরা নিজেদের খরচে করেছি। এসব ক্ষেত্রে বিএসইসি এগিয়ে আসতে পারতো। অন্ত অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারতো। কিন্তু তারা করেনি। ভবিষ্যতে করবে এমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আমরা আশা করবো এই বিষয়ে সংশ্লিষ্টদের বোধোদয় হবে।