Stock Market Journal

বিনিয়োগকারীদের ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে

বছরের পর বছর পুঁজিবাজারে অপশাসন ও অনিয়মের কারণে অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনতে হলে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা ক্ষোভে রাগে পুঁজি হারিয়ে বাজার থেকে ছিটকে পড়েছেন, তাদের জন্য বিশেষ মনোযোগী হতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সব পক্ষকে। একই সঙ্গে যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তাদেরকে করতে হবে জবাবদিহি।

নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণে রাজনীতিকরণ, অনিয়ম ও ব্যর্থতার কারণে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এটি দিনের আলোর মতো সত্য। তাই তারা যেন কিছুতেই পার পেয়ে না যান, সেই দিকে লক্ষ রাখতে হবে। যাদের জন্য আজকে পুঁজিবাজার বির্যস্ত তারা কেউ আইনের ঊর্ধ্ব থাকতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

একটি সম্ভাবনাময় শেয়ারবাজার সৃষ্টি করার বদলে অনেকে নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন। বিভিন্নভাবে অনিয়মকে উৎসাহিত করেছেন। এ কারণে বাজার ক্ষতির মধ্যে পড়েছে। এটি কেবল ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষতি নয়, দেশের স্বার্থে বিরুদ্ধে ষড়যন্ত্র। আর যা-ই হোক এই ষড়যন্ত্রকারীদের ছেড়ে দেওয়া যায় না।