Stock Market Journal

বিনিয়োগকারীদের টাকা আত্মাসাৎ: অপরাধিরা যেন বিদেশে পালাতে না পারে

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের মালিকরা। এ ঘটনা পুঁজিবাজারে জন্য খুবই ক্ষতিকর ও ন্যক্কারজনক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। যদিও ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান ও তার তিন পরিচালকের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই কর্তৃপক্ষ।

আমরা মনে করি, দেশের পুঁজিবাজারের স্বার্থ রক্ষায় এই ঘটনায় সর্বোচ্চ কঠোর হওয়া দরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। পুঁজিবাজারের সুনাম ও আস্থায় জায়গায় এটি একটি বড় ধরের ধাক্কা। তাই দোষী ব্যক্তিরা যেনো কোনো মতেই ছাড় না পায় কিংবা বিদেশে পালিয়ে যেতে না পারে সেটি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি থেকে রক্ষা করারও ব্যবস্থা নেওয়া হোক। ক্ষতিয়ে দেখা হোক, কোন ধরনের দুর্বলতার ফলে পুঁজিবাজারে এমন ঘটনা ঘটেছে। বিষয়টিকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া দরকার। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।