Stock Market Journal

বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোর উদ্যোগ নিতে হবে

দেশের পুঁজিবাজারে সুবাতাস বইছে। এতে আপতত বিনিয়োগকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে মনে হয়। তারা কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছেন। এছাড়া পুঁজিবাজার নিয়ে যে নানামুখী নেতিবাচক ধারণা ছিল- ‘এ সরকারের আমলে বাজার ভালো হবে না, এ দেশের পুঁজিবাজার নিয়ে আর কোনো আশা নেই’, ইত্যাদি গুজব ছিল। এখন বাজার ভালো হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে হয়তো। গত প্রায় একদশক ধরে বাজারে যে পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল, তারও একটা সুরাহা হচ্ছে। দেখা যাচ্ছে বাজার ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। তাই এই অবস্থায় বিনিয়োগকারীরা যাতে কোনো ধরনের ঝুঁকির মধ্যে না পড়েন সে ব্যবস্থা করতে হবে। তাদের বিনিয়োগকে নিরাপদ করার উদ্যোগ নিতে হবে।

বর্তমান বাজার ইতিবাচক ধারায় চলছে। এই সুযোগে ভালো মৌলভিত্তির শেয়ারের পাশাপাশি অনেক দুবর্ল শেয়ারেরও দর বাড়ছে। এটি অস্বাভাবিক বলেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। এতে বিনিয়োগকারীদের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট মহলকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে এর কারণ বের করে নির্মূলের ব্যবস্থা নিতে হবে।