পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে মো. লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রো ফিসারিজকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার কারসাজিতে টিটো তার স্ত্রী শাম্মী নেওয়াজকেও ব্যবহার করা হয়েছে। এই কারসাজির সাথে সাতরং অ্যাগ্রোরও জড়িত।
ডিএসই ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়কালীন তদন্তে দেখতে পায়, টিটো, তার স্ত্রী ও সাতরং অ্যাগ্রো ১ কোটি ১ লাখ টাকার রিয়েলাইজড ও ৮৭ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফা করে। এভাবে মুনাফা করতে গিয়ে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে টিটো চক্রটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই) ভি) ভঙ্গ করেছে। এ বিষয়ে গত বছরের ৫ জুন কারন দর্শাতে টিটো ও সাতরং অ্যাগ্রোকে শুনানিতে তলব করা হয়।
পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের অবস্থা খুবই করুন। তাই এই সময়ে বাজারে কারসাজি হওয়াটা খুবই জঘন্য কাজ। তাই এই ধরনের কাজের আরও কঠোর শাস্তি হওয়া উচিত।