Stock Market Journal

বিনিয়োগকারীদের আস্থা অর্জনের বিকল্প নেই

দেশের পুঁজিবাজারকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করাতে হলে বিনিয়োগকারীদের আস্থা অজর্ননের বিকল্প নেই। আমাদের দেশের অর্থনীতি বড় হচ্ছে। জাতীয় বাজেটের আকার বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের পরিধি ও সক্ষমতা বাড়াতে হবে। অন্যথায় একটি ভারসাম্যপূর্ণ, উন্নত অর্থনীতি দাঁড় করানো সম্ভব  নয়। বিশেষ করে শিল্পায়ন ত্বরান্বিত করতে হলে পুঁজিবাজার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। এই সত্যের ওপরই দাঁড়াতে হবে।

দেশের অগ্রগতি বিবেচনার ক্ষেত্রে পুঁজিবাজারকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। এটি উন্নতবিশ্ব যেভাবে পেরেছে, আমরা সেভাবে পারিনি। তবে পারিনি বলে, কখনো পারবো না এমনটি নয়। তবে পারার জন্য চেষ্টা থাকতে হবে। এই চেষ্টায় অন্যতম একটি দিক হচ্ছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারী অনেকে রয়েছেন। তারা পরিবেশ পরিস্থিতি ভালো দেখলে বাজারে সক্রিয় হবেন। তার আগে পুঁজিবাজারের ব্যবস্থাপনায় বিশ্বাযোগ্যতার ছাপ থাকতে হবে। বিনিয়োগকারীরা যদি মনে করেন, বাজার বিনিয়োগবান্ধব, তাহলে তাদের উৎসাহ অনেক বেড়ে যাবে। এমন মানুষ দেশে প্রচুর রয়েছেন। সুতরাং তাদের আস্থা অর্জন করার দিকেই সবার আগে মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের।