প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বৃদ্ধির কারণে আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ওমিক্রন বৃদ্ধির কারণে আরোপিত বিধিনিষেধের মধ্যেও পুঁজিবাজারে লেনদেন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পূর্বের বিধিনিষেধে যেনভাবে লেনদেন হয়েছে, এবারও ঠিক আগের মতই লেনদেন হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আমরা মনে করি এটি সঠিক পদক্ষেপ।
গত বছরের এপ্রিলে লকডাউন ও জুলাইয়ে শাটডাউনের মধ্যে ব্যাংকের লেনদেনে কিছুটা পরিবর্তন আনা হয়েছিলো। ব্যাংক লেনদেনের সাথে সমন্বয় রেখে লেনদেন হয়েছিলো পুঁজিবাজারে। চলতি বছরের বিধিনিষেধেও সেই একইভাবে লেনদেন চলবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
গত বছর লকডাউন- শাটডাউনের সময়ও লেনদেন চালু ছিল। এবারও ব্যাংক যেভাবে চলবে পুঁজিবাজার সেভাবেই চলতে পারে। এক্ষেত্রে লেনদেন বন্ধ রাখার কোনো যুক্তি নেই। এই বিষয়ে শুরুতেই বিএসইসির বিষয়টি পরিস্কার করা অবশ্যই ইতিবাচক। না হলে বিভিন্ন ধরনের গুজবে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন। এর ফলে পুঁজিবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ে। নিয়ন্ত্রক সংস্থার সঠিক নির্দেশনার ফলে ক্ষতিকর কিছু হওয়ার আশঙ্কা কমে আসবে।