Stock Market Journal

বিটিআরসির ১০০০ কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

এসএমজে ডেস্ক:

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামীকাল (রোববার) বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। শুক্রবার গ্রামীণফোনের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার অর্থ পরিশোধের এ আদেশ দেন। আদালত বলেছেন, গ্রামীণফোনকে ২০০০ কোটি টাকা দিতেই হবে। এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেয়া হবে।

গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। সেজন্য তাদের তিন মাস সময় দেয়া হয়।

বিটিআরসি জানায়, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার পাশাপাশি রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে তাদের। কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেড়ে বিটিআরসি লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে দুই অপারেটরকে নোটিশ পাঠায়।

এসএমজে/২৪/মি