Stock Market Journal

বিক্রেতা সংকটে হল্টেড ছয় কোম্পানি

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। কোম্পানিগুলো হল: বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এসিআই ফর্মূলা, আফতাব অটোমোবাইলস এবং ফার কেমিক্যাল লিমিটেড।

বেক্সিমকো লিমিটেডের ২৪ লাখ ৭০ হাজার ১১৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ১৫.৩০ টাকা।

 

 

ওরিয়ন ফার্মার ৩ লাখ ৩৭ হাজার ৯৩৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৩৭.৫০ টাকা।

 

 

ওরিয়ন ইনফিউশনের ৩ লাখ ৯৯ হাজার ৯৩৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৬৯ টাকা।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

 

এসিআই ফর্মূলার ৮ হাজার ২১৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৯৪ টাকা ২০ পয়সা।

 

 

আফটাব অটোমোবাইলের ১ লাখ ৩৬ হাজার ৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা।

 

 

ফার কেমিক্যালের ১০ লাখ ৪ হাজার ৯১৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন এ শেয়ারের দর ছিল ৮ টাকা ৮০ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

 

এসএমজে/২৪/রা