Stock Market Journal

বিক্রেতা না থাকায় হল্টেড দুই কোম্পানি

এসএমজে ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের আড়াই ঘণ্টায় ২ কোম্পানির শেয়ারের বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। হল্টেড হয়েছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানি দুটি হলো মোজাফফার হোসাইন মিলস ও নিউ লাইন ক্লোথিং লিমিটেড।

মোজাফফার হোসাইন মিলসের বেলা ১১টা  ২৪ মিনিট পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ২৯৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ৬০ পয়সা।

 

অন্যদিকে, নিউ লাইন ক্লোথিং লিমিটেডের বেলা ১টা ১৬ মিনিট পর্যন্ত ৭ লাখ ৩৯ হাজার  ৩৮৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১৫ টাকা ১০ পয়সা।

 

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/মি