Stock Market Journal

বিওতে বোনাস পাঠিয়েছে সামিট এলায়্ন্সে পোর্ট

এসএমজে ডেস্ক:

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিবেসে বোনাস পাঠিয়েছে পুজিঁবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসএমজে/২৪/রা