Stock Market Journal

বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারের মেয়াদ বৃদ্ধির কোনো নির্দেশনা আসেনি

এসএমজে ডেস্কঃ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর হেলালউদ্দিন নিজামীর চুক্তির মেয়াদ গত ২ মে, শনিবার শেষ হয়েছে। এছাড়া আগামী ১৪ মে বিএসইসি চেয়ারম্যান ড.এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হবে। কিন্তু তাদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি।

যেকারণে চুক্তির মেয়াদ অনুযায়ী কমিশনার হেলালউদ্দিন নিজামীকে বিদায় নিতে হচ্ছে। এছাড়া কোভিড-১৯ ইস্যুতে সরকারি ছুটির কারণে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো উদ্য‌োগ নেয়া যাচ্ছে না। সরকারি ছুটি শেষে গুরুত্বপূর্ণ এ ইস্যু নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কমিশন যোগাযোগ করবে বলে বিএসইসি সূ‌ত্রে জানা গেছে।

জানা যায়, ২০১০ সালে পুঁজিবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পুন:গঠিত হয় কমিশন। সেই সময় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড.এম খায়রুল হোসেন। তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর হেলালউদ্দিন নিজামী।

এসএমজে/২৪/রা