Stock Market Journal

বিএসইসির কাজ কর্মশালা করা নয়

পুঁজিবাজার পরিচালনার ক্ষেত্রে একটু বড় পরিসরে চিন্তা করা দরকার। সেটি না করে তার উল্টো পথে হাঁটছে নিয়ন্ত্র সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সঞ্জে কমিশন (বিএসইসি)। ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি প্রবণতা রয়েছে সংস্থাটির মধ্যে। যে কারণে বড় পরিসরে চিন্তার সুযোগ সৃষ্টি করতে পারছে না বিএসইসি। যেমন শেয়ারবাজার বিষয়ক কর্মশালা পরিচালনা করা। এটি কখনো নিয়ন্ত্রক সংস্থার কাজ হতে পারে না। এর জন্য সংস্থার বাইরে দৃষ্টি দেয়া দরকার। বাইরে অনেক যোগ্য লোক রয়েছেন তাদেরকে কাজের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। ইতিমধ্যে আরো পনের বিশ বছর আগে থেকেই কেউ কেউ কাজটি করে আসছেন। বিভিন্ন জেলায় গিয়ে বিনিয়োগকারীদের কর্মশালা পরিচালনা করা হয়েছে। সেখানে বিএসইসির জন্য বসে থাকা হয়নি। নিজ উদ্যোগেই কাজটি করা হয়েছে। সুতরাং কর্মশালার জন্য সঠিক যোগ্য লোককে দিয়ে কাজটি করাতে পারে নিয়ন্ত্র সংস্থা। সে ক্ষেত্রে বিএসইসি কেবল আর্থিকভাবে সমর্থন দিতে পারে।

এতে বিএসইসি যে অর্থ ব্যয় করে তার চেয়ে অনেক কম টাকায় কাজটি আরও সুন্দরভাবে করা যেতে পারে। এখন কথা হচ্ছে তারা সেটি চায় কিনা। এখানেই আসলে বিষয়টি পরিস্কার, আসলে তারা এটি চায় না। কারণ তারা তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, এটিই প্রধান ভাবনা।